

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৩ আগস্ট আমার নেতৃত্বে (সাতক্ষীরা) ডিসি অফিসের সামনে ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। এটি প্রমাণ করে বিএনপি এখনও জনগণের দল, গণমানুষের দল।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দল জরিপ করে দেখেছে, আমি জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। আমি একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ। পাঁচ বছর ক্ষমতায় থেকেও ওয়ান ইলেভেনের সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়নি।
কাজী আলাউদ্দিন বলেন, গত ১৬ বছর রাজপথে থেকে আন্দোলন করেছি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছি ফ্যাসিস্ট সরকারকে হটানোর আন্দোলনে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে আবার বানভাসি মানুষের কাছে ফিরিয়ে এনেছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।
পথসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুই, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল রহমান শিমুল প্রমুখ।
পথসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন