মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর- ৪ আসন নিয়ে ত্রিমুখী লড়াই

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
রংপুর - ৪ আসনের এনসিপি, জামায়াত ও বিএনপি প্রার্থীরা
expand
রংপুর - ৪ আসনের এনসিপি, জামায়াত ও বিএনপি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। রংপুর - ৪ আসন থেকে লড়বেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপি’র মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয় । প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি। সংসদীয় আসন- ২২, রংপুর ৪- পীরগাছা, কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌরসভা গঠিত। এই আসনে আখতার লড়বেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এমদাদুল হক ভরসা ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ এটি এম আজম খানের সঙ্গে।

গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসার পুত্র এমদাদুল হক ভরসার নাম ঘোষণা করেন। এর আগে জামায়াতের চুড়ান্ত মনোনয়ন তালিকায় জামায়াতে ইসলামীর জেলা আমির উপধ্যক্ষ এ টি এম আজম খানের নাম প্রকাশ করেন।

রংপুরের ছয়টি আসনের মধ্যে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনটি বেশ আলোচনায়। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি মাত্র ১ বার জয় পেয়েছিল। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অবর্তমানে বিজয়ের ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X