শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবি সর্বকালের শ্রেষ্ঠ সতর্কতায় আছে: লে. কর্নেল তাসকিন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
লে. কর্নেল শাহ নেওয়াজ তাসকিন
expand
লে. কর্নেল শাহ নেওয়াজ তাসকিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে জানিয়েছেন জোন অধিনায়ক লে. কর্নেল শাহ নেওয়াজ তাসকিন।

তিনি বলেন, সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন ৩৭বিজিবি সর্বকালের শ্রেষ্ঠ সতর্কতা অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। এবার রাজনগর ব্যাটালিয়ন চারটি উপজেলা লংগদু, নানিয়ারচর, বরকল, হরিণায় দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে তার সকল প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি।

এসময় জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান ও জোনের সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X