

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা উপজেলায় মো. কাবিলের বিরুদ্ধে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. বাচ্চু বিশ্বাস।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় শরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাবিল ইউপির মালশাপাড়া গ্রামের মো. আক্কাস এর ছেলে।
সংবাদ সম্মেলনে বাচ্চু বলেন, কাবিল গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে ফারুক শরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং চাঁদার টাকা না দিলে সে আমাকে খুন- জখমের হুমকি প্রদান করে।
ঘটনার পরদিন শনিবার সকালে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ফারুককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া ভয়েচ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রমূখ।
মন্তব্য করুন