রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে বিএনপির সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
ঝিনাইদহে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত
expand
ঝিনাইদহে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে ঝিনাইদহে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ বিশ্বাস এবং অন্যান্য নেতারা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কার্যকর করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই বার্তাটি তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে। যারা নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে, তাদের সতর্ক করে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, “যাদের প্রস্তুতি কম তাদেরই পরীক্ষা পেছানোর চেষ্টা। কিন্তু এই ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে।

২০২৩ সালে তারেক রহমান তার ৩১ দফার মধ্যে সংস্কারের ঘোষণা দিয়েছেন। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো পক্ষ তা থামাতে পারবে না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন