রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

মো. আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
আহত মাহাবুব মণ্ডল
expand
আহত মাহাবুব মণ্ডল

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে মাহাবুব মণ্ডলের বিরুদ্ধে।

জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাহাবুব মণ্ডল তার বাড়ির প্রাচীর ভেঙে নাদের মণ্ডলের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।

এ সময় জমির মালিক নাদের মণ্ডল বাধা দিলে মাহাবুব মণ্ডল, তার মা শিউলি আক্তার এবং বোন কেয়া খাতুন নাদের মণ্ডলের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় নাদের মণ্ডল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাহাবুব মণ্ডল বলেন, আমাদের প্রাচীর আমরাই ভাঙছিলাম ওরাই হামলা চালায়। এতে আমি ও আমার মা আহত হয়েছি।

মাহাবুব মণ্ডল বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। তবে দ্রুতই আইনের সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X