রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রাজবাড়ী-২ আসন

অপপ্রচারের প্রতিবাদে ১১ দলীয় জামায়াত জোট প্রার্থীর সংবাদ সম্মেলন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
১১ দলীয় জামায়াত জোটের সংবাদ সম্মেলন
expand
১১ দলীয় জামায়াত জোটের সংবাদ সম্মেলন

ধর্মীয় ও অর্থনৈতিক বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত এনসিপির রাজবাড়ী-২ আসনের প্রার্থী জামিল হিজাযী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাংশা শিল্পকলা একাডেমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামিল হিজাযী বলেন, আমার বিরুদ্ধে ধর্মীয় অশ্লীলতা, অর্থের বিনিময়ে মনোনয়ন কেনা, টাকা পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, আমি রাস্তার ছেলে -এমন নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

কিন্তু আমি এই ধরনের মানুষ নই। আমি ইসলামবিরোধী কোনো কাজ করেছি-এরও কোনো নজির নেই। আমার সম্পর্কে যারা এসব মন্তব্য করছে, তাদের বিষয়ে অনুসন্ধান করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়।

এসময় প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী, পাংশা পৌর জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X