

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমষপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ১৩ জনকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ১. পাংশা থানাধীন বাবুপাড়া ইউপির ব্রহ্মপুর গ্রামের -মোঃ আকবর খাঁ এর ছেলে মোঃ আজাদ খাঁ, ২. হাজরাপাড়া গ্রামের মোঃ আনু মন্ডল এর ছেলে মোঃ বাদশা মন্ডল, ৩. মনিরামপুর গ্রামের ওয়াজেদ সরদার এর ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ, ৪. হাজরাপাড়া গ্রামের মজনু শেখ এর ছেলে মোঃ মনা শেখ, ৫. যশাই ইউপির ভাউডাঙ্গা গ্রামের মোঃ তালেব ফকির এর ছেলে মোঃ আল-আমিন হোসেন, ৬. চর দুর্লভদিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে মোঃ মনির হোসেন, ৭. মাছপাড়া ইউপির সেলিম শেখ এর ছেলে মোঃ শান্ত শেখ, ৮. যশাই ইউপির বাঁশ গ্রামের হেলাল খাঁ এর ছেলে শুকুর খাঁ, ৯. চৈতা গ্রামের আব্দুল হাকিম এর ছেলে রোকনুজ্জামান, ১০. জলিল মন্ডল এর ছেলে সোহেল মন্ডল ,১১. বাবুপাড়া ইউপির দুর্গাপুর গ্রামের কাশেম খান এর ছেলে রাসেল খান, ১২. যশাই ইউপির ধোপা কেল্লা গ্রামের হামিদ প্রামানিক এর ছেলে সজীব প্রামানিক, ১৩. বাবুপাড়া ইউপির বাবুপাড়া গ্রামের জলিল শেখ এর ছেলে আলামিন শেখ।
এছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আসলাম ও রাকিব সরদারকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ বলেন, “ফসলি জমি দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন
