শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় শীর্ষ সন্ত্রাসী মিঠু শেখ গ্রেফতার, অস্ত্র-টাকা উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
শীর্ষ সন্ত্রাসী মিঠু শেখ
expand
শীর্ষ সন্ত্রাসী মিঠু শেখ

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. মিঠু শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পাংশা থানাধীন শরিষা শেখপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পালেরডাঙ্গী এলাকার খোরশেদ শেখের ছেলে।

এসময় তার কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লম্বা লোহার রড, প্রায় ২৫ ইঞ্চি একটি লম্বা হাসুয়া এবং বিভিন্ন নোটের ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, মো. মিঠু শেখের বিরুদ্ধে পাংশা থানায় ২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজির মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ২টি মাদক মামলা ও অন্যান্য অপরাধে আরও ৩টি সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X