রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাগল চুরির পর পাচারকালে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
দরুদ আলী
expand
দরুদ আলী

রাজবাড়ীর পাংশা উপজেলায় ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দরুদ আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও গরু ও মহিষ চুরির অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইউপি সদস্য থাকাকালে তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করে অবৈধভাবে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চুরি করা ছাগল একটি গাড়িতে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন দরুদ আলী। এ সময় উপজেলার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে চোরাই ছাগলসহ তাকে পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাগল চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য দরুদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X