

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এনসিপির জন্য আসন ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের করেছে। তবে নির্ধারিত সময় শেষে সার্বিক তথ্য দেওয়া যাবে।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলিমুজ্জামান জামান, কেন্দ্রের সিদ্ধান্তে রাজবাড়ী-২ আসনে তাদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। সম্ভাবত ওখানে এনসিপির প্রার্থী থাকবে।
এদিকে রাজবাড়ী-২ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (সতন্ত্র) সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
অপরদিকে রাজবাড়ী-১ আসনের প্রার্থী হলেন, বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।
মন্তব্য করুন
