শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ‘ভবিষ্যতের জন্য পরিবর্তন হও’ শীর্ষক যুব উন্নয়ন সেমিনার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
যুব উন্নয়ন সেমিনার
expand
যুব উন্নয়ন সেমিনার

তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “ভবিষ্যতের জন্য পরিবর্তন হও”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে রাজবাড়ী কনভেনশন সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও অংকুর কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সেখ আব্দুর রউফ হিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আহ্বায়ক অদ্রী নেওয়াজ মাহমুদ হৃক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনোমি ফোরাম ইন্সটিটিউটের প্রেসিডেন্ট অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ফারিয়া করিম, কবি খোকন মাহমূদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় শাহা।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবন থেকেই পরিকল্পিতভাবে দক্ষতা অর্জন, নেতৃত্বগুণ চর্চা এবং সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তুলতে হবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সেমিনারের সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, রাজবাড়ীর তরুণদের সার্বিক উন্নয়নে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X