বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
ফেরি চলাচল বন্ধ
expand
ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মধ্যরাত থেকেই কুয়াশার প্রভাব বাড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌচ্যানেলের বিকন লাইট ও দিকনির্দেশক চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌদুর্ঘটনার ঝুঁকি তৈরি হলে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করা হয়।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে আসলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নিরাপদভাবে নোঙর করে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X