মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
পাংশায় যআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি
expand
পাংশায় যআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।

একই সঙ্গে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল আলম (সোহরাব)'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রীথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী প্রণব ক্রান্তি বল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পাংশা মডেল মসজিদের পেশ ইমাম মো. আলিমুজ্জামান এবং পবিত্র গীতা পাঠ করেন কাজী মোতাহার হোসেন কলেজের প্রভাষক মৃত্যুঞ্জয় সাহা।

আলোচনা সভা শেষে পাংশা উপজেলায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৫৯ জন এবং পিএস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X