মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর-২ আসনে সাঈদীর ছেলের বিপরীতে বিএনপির মঞ্জুরের ছেলে

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম
আহমেদ সোহেল মঞ্জুর সুমন
expand
আহমেদ সোহেল মঞ্জুর সুমন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।

একদিকে আছেন প্রয়াত জামায়াতে ইসলামী নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, অন্যদিকে রয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মো. নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সেখানে পিরোজপুর-২ আসনে মনোনয়ন পান ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

সোহেল মঞ্জুর বিএনপির একজন তরুণ নেতা হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে, যিনি একসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুমনকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে, যিনি এলাকার উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের কাছে যেতে চান।

অন্যদিকে, জামায়াতে ইসলামী গত ৬ ফেব্রুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। সেদিন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল পিরোজপুর জেলার তিনটি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় পিরোজপুর-২ আসনে মনোনীত হন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী।

একইসঙ্গে জেলার অপর একটি আসনে প্রার্থী হন তার ছোট ভাই মাসুদ সাঈদী।

প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার মৃত্যুর পরও পিরোজপুরে জামায়াতের একটি শক্তিশালী ভোটব্যাংক অটুট রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পিরোজপুর-২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রভাব দীর্ঘদিনের। এবারের নির্বাচনে দুই প্রভাবশালী পরিবারের এই প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, পিরোজপুর-২ আসনের ভোটের লড়াই শুধু দলের নয়, বরং দুই রাজনৈতিক বংশের মর্যাদা ও প্রভাবের প্রতিফলন হিসেবেও দেখা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন