

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাওয়া ইউনিয়ন হিন্দু শাখার সদস্য ডা. পরিতোষ মিত্রের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধাওয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দিন আল বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসেন, ধাওয়া ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিন, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ জামাল আলম জোমাদ্দার, ধাওয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ভান্ডারিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. পরিতোষ মিত্র অভিযোগ করেন, গত ২ ডিসেম্বর বিকেলে ধাওয়া বাজারের ব্যবসায়ী রিপন ডাকুয়ার দোকানে তিনি বসে থাকাকালে স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান পলাশ কাজী তার ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং জামায়াতে ইসলামীতে যোগ দেওয়াকে ‘অপরাধ’ উল্লেখ করে তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
তিনি দিতে অস্বীকৃতি জানালে আসাদুজ্জামান তাকে লাথি মারেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সঠিক বিচার তিনি দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, ডা. পরিতোষ মিত্রের ওপর হামলা, চাঁদাবাজি, জমি দখলের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মন্তব্য করুন
