শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গজারিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গাড়ি–অফিস ভাঙচুর, থমথমে পরিস্থিতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গাড়ী ভাংচুর
expand
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গাড়ী ভাংচুর

মুন্সীগঞ্জের গজারিয়ায় দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার পর উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হলে গাড়ি ও অফিস ভাঙচুরসহ দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে নারীসহ ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে রয়েছেন- স্বাধীন (২৮), পিতা কবির হোসেন; শিরিনা বেগম (৪৬), স্বামী কবির হোসেন; সাইদুল (২৫), পিতা আলী মিয়া; দেলোয়ার (৪৯), পিতা সোনা মিয়া; মোস্তফা (৪৮), পিতা আজিজ; সুজন (২৩), পিতা ফজলুর রহমান; আসিফ মীর (১৯), পিতা মাসুম মীর; নয়ন (২৬), পিতা অজ্ঞাত।

এদের মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X