

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের গজারিয়ায় দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার পর উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হলে গাড়ি ও অফিস ভাঙচুরসহ দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সংঘর্ষে নারীসহ ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে রয়েছেন- স্বাধীন (২৮), পিতা কবির হোসেন; শিরিনা বেগম (৪৬), স্বামী কবির হোসেন; সাইদুল (২৫), পিতা আলী মিয়া; দেলোয়ার (৪৯), পিতা সোনা মিয়া; মোস্তফা (৪৮), পিতা আজিজ; সুজন (২৩), পিতা ফজলুর রহমান; আসিফ মীর (১৯), পিতা মাসুম মীর; নয়ন (২৬), পিতা অজ্ঞাত।
এদের মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
