শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
মো. সোহেল আহম্মেদ রুবেল
expand
মো. সোহেল আহম্মেদ রুবেল

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. সোহেল আহম্মেদ রুবেল নামে এক ব্যক্তিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকুজ্জামান তারেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রুবেল মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজের পুত্র।

গত ৪ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—রুবেল ছাত্রদলের পদ-পদবি ব্যবহার করে ‘থানা দালাল’ পরিচয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছিলেন। বিষয়টি দলীয় নেতৃত্বের নজরে এলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, রুবেল এখন থেকে ছাত্রদল বা বিএনপির কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। তিনি যদি দলের পরিচয় দিয়ে কাউকে হয়রানি করেন, তবে তাকে পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বহু ব্যক্তি মন্তব্যে স্বস্তি প্রকাশ করেন। কেউ কেউ অভিযোগ করেন, রুবেল আওয়ামী লীগ সরকার পতনের পর নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে থানার ওসি ও কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিতেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে সুবিধা গ্রহণ করতেন। এমনকি থানা পুলিশও তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে মূল্যায়ন করে বিশেষ সুবিধা দিয়ে আসছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পর রুবেল গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে; তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X