

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ ও আগুনমুখা নদীতে বিশেষ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ যৌথ অভিযানে জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযানের সময় জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের নির্দেশনায় উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং কোস্ট গার্ড দক্ষিণ জোনের রাঙ্গাবালী আউটপোস্টের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা রক্ষায় নদীতে ছোট বা নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে এসব জাল ব্যবহার করে। তাই নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন