শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
বাউফল উপজেলা মৎস্যজীবী দলের নেতা মো. হারুন হাওলাদার (৪৫
expand
বাউফল উপজেলা মৎস্যজীবী দলের নেতা মো. হারুন হাওলাদার (৪৫

পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্যজীবী দলের নেতা মো. হারুন হাওলাদার (৪৫) এর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী আদালতে অভিযোগ করলে আদালত তা গ্রহণ করে বাউফল থানার ওসিকে মামলা রুজু ও দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, হারুন হাওলাদার কালাইয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী নদীতে মাছ শিকার করতে গেলে হারুন হাওলাদার ১০ আগস্ট রাত দুইটার দিকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

পরের দিন ১১ আগস্ট গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ মামলা না নেওয়ায় ১৯ আগস্ট পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। আদালত বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা রুজু ও তদন্তের নির্দেশ দেন। ২৮ আগস্ট মামলা রুজু করা হয় এবং এসআই সাইফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ভুক্তভোগী নারী বলেন, হারুন হাওলাদার তার পরিবারের কাছের আত্মীয় হলেও দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযুক্ত নিজেকে বিএনপি নেতা দাবি করে প্রভাব বিস্তার করছেন। নারী বলেন, “আমি সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত হারুন হাওলাদার অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি লিটন জানিয়েছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, “তদন্ত চলমান, দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন