

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। জনগণ নির্বাচনমুখি হয়ে গেলে কোনোকিছু তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী থেকে শুরু করে আনসার পর্যন্ত প্রতিটি বাহিনীকে সুসংগঠিতভাবে মাঠে রাখা হবে।
তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে ১ লাখ সেনা মাঠে থাকবে। পুলিশ থাকবে ১ লাখ ৫০ হাজার, বিজিবি থাকবে ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র্যাব ৮ হাজার এবং আনসার সদস্য থাকবে প্রায় ৫ লাখ। এবার আনসারদের জন্য অস্ত্রও থাকবে। পুলিশ সদস্যদের জন্য বডি ক্যামেরা দেওয়া হবে। ফলে নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
বর্তমান নিরাপত্তাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনা আছে, একসময় তাদের উঠিয়ে নেওয়া হবে। তবে নির্বাচনের সময় আবার ১ লাখ সেনা মোতায়েন করা হবে। কোথাও কোনো ধরনের অসুবিধা হবে না।’
বিগত সরকার পতন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত সরকার পতন হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। এটি একজন দুইজনের আন্দোলন ছিল না। তাদের সাঙ্গোপাঙ্গরা এবং আত্মীয়স্বজনরা কীভাবে দেশ ছেড়েছে, তা মানুষ দেখেছে।’
প্রশাসনে পরিবর্তনের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন: ‘তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হবে। নির্বাচনের আগের পাঁচ দিন বড় ধরনের অভিযান পরিচালিত হবে।’
শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটিকে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’
ব্রিফিং শেষে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন এবং ট্যুরিস্ট পুলিশ ও নৌ–পুলিশ ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। এর আগে তিনি পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেইস পরিদর্শন করেন। এদিন তার সাথে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্রশেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ স্থানীয় সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন