শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট থেকে দেশকে স্থিতিশীল করতে দায়িত্ব নেয় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
expand
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, একটি বিশেষ পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। সে সময় দেশ ভয়াবহ সংকটের মধ্যে ছিল। ওই সংকট থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতেই এই সরকার দায়িত্ব নেয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা ভিত্তিক গণভোট প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকারের মূল দায়িত্ব ছিল তিনটি—সংস্কার, বিচার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। সংস্কারের বড় অংশই কাঠামোগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। তবে সংস্কার একদিনে সম্পন্ন হওয়ার বিষয় নয়, এতে সময় লাগে।

তিনি আরও বলেন, এ কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি চার্টার প্রণয়ন করা হয়েছে এবং সেই চার্টার অনুযায়ী জনগণের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো—দেশের মানুষ কি সত্যিই পরিবর্তন চান? যদি মানুষ আগের অবস্থার পুনরাবৃত্তি না চায়, তাহলে বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

গণভোট প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, এই গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর মাধ্যমে মতামত জানানোর সুযোগ রয়েছে। জনগণ যদি ‘হ্যাঁ’ বলেন, তাহলে সরকার বিশ্বাস করবে যে মানুষ প্রকৃত অর্থেই পরিবর্তন চায় এবং অতীতের পরিস্থিতি যেন আর ফিরে না আসে—সে বিষয়ে তারা সচেতন।

ভোট কাকে দেবেন, সে সিদ্ধান্ত একান্তই ভোটারদের নিজস্ব বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষই আগের সরকারকে সরিয়েছে। আশা করি, এবারও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

এর আগে গতকাল সোমবার রাতে পটুয়াখালীর ডিসি স্কয়ার মাঠে গণভোটের গুরুত্ব তুলে ধরতে কনসার্টের আয়োজন করে জেলা প্রশাসন। ‘তারুণ্যের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ব্যানারে আয়োজিত ওই কনসার্টে অতিথি হিসেবে অংশ নেন ক্লোজআপ ওয়ানের কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা ও রাজীব। এ ছাড়া সংগীতশিল্পী সৈয়দ হাসানুর রহমান (হাসান) ও তাঁর ব্যান্ড পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা গণভোটের পক্ষে প্রচার চালান এবং এর গুরুত্ব তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X