

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন,
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী,
হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নোমান আহমদ সাদীক,
হবিগঞ্জ-৩ (সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান এবং
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) এর প্রার্থী মো. মোকাম্মেল হোসেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ছিলেন। এর মধ্যে চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় এখন চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
এদিকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন জানান, হাইকোর্টের রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকছেন বলে জানান তিনি।
মনোনয়ন প্রত্যাহারের পর জেলা জুড়ে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা ও গণসংযোগ জোরদার করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও আলোচনা।
মন্তব্য করুন
