বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে বিএনপির শপথ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
হাসান মামুনের পক্ষে বিএনপির শপথ
expand
হাসান মামুনের পক্ষে বিএনপির শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিজয়ী করতে শপথ গ্রহণ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

এর আগে বুধবার বিকেলে বহরমপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একইভাবে শপথ গ্রহণ করেন।

শপথবাক্য পাঠ করান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী খান, সহসভাপতি রুহুল আমিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল ও মো. বেল্লাল হোসেন। এ ছাড়া ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেন, সদস্যসচিব সালাহউদ্দিন এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনায়েত করিম ফারুখ ও সাধারণ সম্পাদক আ.ন.ম. বজলুর রশিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে হাসান মামুনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলকে ধরে রেখেছেন। দলীয়ভাবে যাঁর মনোনয়ন পাওয়ার কথা ছিল, তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাই তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে মাঠে কাজ করা হবে। বিএনপির আদর্শে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবেই হাসান মামুনকে বিজয়ী করার শপথ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X