রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নূরকে গলাচিপায় বিএনপির একাংশের ফুলেল শুভেচ্ছা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
বিএনপির একাংশের নেতাকর্মীরা নুরুল হক নূর ফুলেল শুভেচ্ছা
expand
বিএনপির একাংশের নেতাকর্মীরা নুরুল হক নূর ফুলেল শুভেচ্ছা

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শনিবার ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসেন।

গলাচিপায় পৌঁছে তিনি প্রথমে বিএনপির কার্যালয়ে যান। এ সময় বিএনপির একাংশের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিএনপি কার্যালয় তখন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত’সহ নানা স্লোগানে নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ পায়। শিপলু খানসহ গলাচিপা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নুরুল হক নূরকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্যে নুরুল হক নূর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে নানা ধরনের বিভ্রান্তিকর আলোচনা ছড়ানো হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতা হয়নি—এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সময় এলেই সব বিষয় স্পষ্ট হবে বলে তিনি উল্লেখ করেন। তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি আস্থা প্রকাশ করে নুর বলেন, তার সঙ্গে যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, তা এই মুহূর্তে প্রকাশ্যে আনার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে একটি আন্তরিক রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। ভবিষ্যতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেও কিছু অরাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নতুন করে আন্দোলন সৃষ্টির চেষ্টা করতে পারে—যা রাষ্ট্রের জন্য বড় সংকট ডেকে আনতে পারে।

বিএনপির নেতা শিপলু খান বলেন, তারেক রহমান আমাদের যে প্রার্থী দিয়েছে আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরুল হক নূর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিএনপি তাকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত -এটি সবাইকে মেনে নিতে হবে। মনোনয়ন নিয়ে কারো ব্যক্তিগত কষ্ট থাকতেই পারে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বা অশোভন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X