বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী শহিদুল আলম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
পটুয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী শহিদুল আলম
expand
পটুয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী শহিদুল আলম

পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল আলম তালুকদার। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবরে বাউফল উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

দলীয় নেতাকর্মীরা বলেন, বাউফল বাসি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। শহিদুল আলম তালুকদার এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিতে পারবেন। তাঁর নেতৃত্বে বাউফল ২ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে বাউফল ২ আসনে বিএনপি তার নেতৃত্বে বিজয় অর্জন করতে পারবে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শহিদুল আলম তালুকদার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের অর্পিত দায়িত্ব ও বাউফলের জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X