বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ছাত্রদল থেকে পদত্যাগ করে ছাত্র অধিকার পরিষদে যোগদান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান শিপলু
expand
ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান শিপলু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান শিপলু ছাত্রদলের পদ ছেড়ে ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের নতুন রাজনৈতিক পথচলার ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি আরিফ বিল্লাহ।

সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ৩১ সদস্যের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শিপলু।

রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ জানতে চাইলে শিপলু জানান, “আমি দীর্ঘদিন ধরে নুরুল হক নুর ভাইয়ের রাজনীতি ও আদর্শ অনুসরণ করি। তার স্পষ্টবাদিতা, দেশের পক্ষে অবস্থান এবং আন্দোলনে নেতৃত্ব আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। নিজের বিশ্বাস থেকেই ছাত্র অধিকার পরিষদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব বা চাপের কারণে নয়, বরং রাজনৈতিক আদর্শের প্রতি টান থেকেই তার এই সিদ্ধান্ত।

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রুবেল দুর্জয় বলেন, “তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত নই। তবে ধারণা করছি পারিবারিক প্রভাব, বিশেষ করে তার বড় ভাই গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় এ সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।”

অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি আরিফ বিল্লাহ বলেন, “শিপলু আমাদের নেতা সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগ দিয়েছেন। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ছাত্রদল থেকে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। সামনে রাজনৈতিক কার্যক্রমে তিনি আমাদের অংশ হয়ে কাজ করবেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X