শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় অভিযান: সড়ক দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু-পাথর অপসারণ শুরু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
সড়ক থেকে বালু-পাথর অপসারণ
expand
সড়ক থেকে বালু-পাথর অপসারণ

পঞ্চগড়ের তেঁতুলিয়াকে একটি আধুনিক ও নিরাপদ পর্যটননগরী হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে সড়কের দু’ধারে থাকা বালু ও পাথর অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহিন খসরুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ), হাইওয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়ার জনপ্রিয় পর্যটন স্পট ডাকবাংলো পিকনিক কর্নার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত মহাসড়কের দুই পাশে থাকা বালু ও পাথরের স্তুপ ভেকু মেশিনের মাধ্যমে সরানো হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা ও দুর্ঘটনা প্রতিরোধই এই অভিযানের মূল লক্ষ্য। এর আগে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানেননি। ফলে এবার প্রশাসন মাঠে নেমেছে। ভবিষ্যতে কেউ নিয়ম অমান্য করলে সড়ক আইন অনুযায়ী জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল,নর্থবাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজম তেঁতুলিয়া, ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, হেল্প সোসাইটি, শাপলা ব্লাড ফাউন্ডেশন, তেঁতুলিয়া রক্তযোদ্ধা ও রক্তদান, তারুণ্য, ঐক্য, সীমান্ত ব্লাড সোসাইটি, উৎস, জাগ্রত তেঁতুলিয়া ও তেঁতুলিয়া ব্লাড সোসাইটি।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন,উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছি। ব্যবসায়ীরা যাতে নিয়ম মেনে নির্মাণসামগ্রী সংরক্ষণ করেন, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। নিয়ম ভাঙলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু বলেন,আমরা চাই তেঁতুলিয়া পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় হোক। এজন্য রাস্তার পাশে থাকা বালু-পাথর সরানো হচ্ছে, যাতে দুর্ঘটনা কমে। প্রথম ধাপে আমরা সচেতনতা গড়ে তুলছি, প্রয়োজনে আইনও প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য শুধু অভিযান নয়, মানুষের অভ্যাসে পরিবর্তন আনা। আমরা যদি সবাই দায়িত্বশীল হই, তাহলে তেঁতুলিয়ার সড়ক হবে দুর্ঘটনামুক্ত, আর তেঁতুলিয়া হয়ে উঠবে সত্যিকারের পর্যটননগরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন