

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে আয়োজিত একটি বিতর্ক উৎসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তোলেন।
সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন সম্প্রতি জানিয়েছে যে তারা শাপলা প্রতীক বরাদ্দ দেবে না, কিন্তু এ সিদ্ধান্তের কারণও প্রকাশ করবে না। বাস্তবে তাদের কাছে কোনো যৌক্তিক বা আইনগত কারণ নেই। তাই তারা ব্যাখ্যা করতে পারছে না। নিশ্চিতভাবেই কোনো চাপের মুখে কমিশন এই প্রতীক দিচ্ছে না।
অথচ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানের এ ধরনের অবস্থান গ্রহণ করা উদ্বেগজনক। নির্বাচন শুরুর আগেই এভাবে চাপের কাছে নত হওয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছি এবং আইনগত কোনো বাধা না থাকায় আশা করছি এনসিপি প্রতীকটি পাবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের যুগ শেষ হয়ে গেছে। তারা এখন পাচার করা অর্থ দিয়ে টোকেন মিছিল বের করছে, যা আসলে আওয়ামী লীগের নিজস্ব মিছিল নয়।
অনেকে বড় করে বলে আওয়ামী লীগ ৩০ থেকে ৫০ শতাংশ সমর্থন পায়, কিন্তু বাস্তবে তাদের তেমন কোনো শক্তি ছিল না। তাদের সমাবেশে যে ভিড় দেখা যেত, সেগুলো ভাড়া করা মানুষ ছিল। যদি তারা প্রকৃত সমর্থক হতো, জুলাইয়ের অভ্যুত্থানের সময় মাঠে থাকত।”
গণঅধিকার পরিষদ ও এনসিপির সম্ভাব্য একীভূত হওয়া প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা সমমনা ও কাছাকাছি আদর্শের তরুণ রাজনৈতিক দল হিসেবে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছি।
দেশের মানুষ তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ দেখতে চায়। এই আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং আমরা আশা করছি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে জনগণের সমর্থনে সংসদে প্রতিনিধিত্ব করতে পারব।”
মন্তব্য করুন
