

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় পৌর সভায় সৌরবাতি স্থাপনে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন ( দুদক)।মঙ্গলবার দুপুরে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর সহকারি পরিচালক আজমির শরীফ মারজী বলেন,প্রাথমিক রেকর্ডপত্র পর্যালোচনায় প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় দেখানো হয়েছে, এক লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকা।
অভিযানে ৪ টি ভিন্ন স্থান থেকে সোলার স্ট্রিট লাইট, প্যানেল ও ব্যাটারির মডেলের ছবি তোলা হয়।এনফোর্সমেন্ট টিম প্রকল্পের টেন্ডার ডকুমেন্টস ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ করে দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য,গত বছরের ১৭ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রে পঞ্চগড় পৌর সভায় সৌরবাতি স্থাপনে অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে দূর্নীতি দমন কমিশনের নজরে আনা হলে এ অভিযান পরিচালনা করে তারা।অভিযানে স্থানীয়রা কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো বলেও জানান দুদক কর্মকর্তাদের।
মন্তব্য করুন
