মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুর-১ আসনে বিএনপির নতুন প্রার্থী কে এই নাদিরা?

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
নাদিরা আক্তার।
expand
নাদিরা আক্তার।

মাদারীপুর-১ (শিবচর) আসনে স্থগিত থাকা এবার নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণা করে মাত্র এক দিনের ব্যবধানে মনোনয়ন স্থগিত করা হয়। শিবচরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছিল। অবশেষে সেখানে প্রার্থী হলেন শিবচরের পরিচিত রাজনৈতিক মুখ নাদিরা আক্তার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী।তাঁর শ্বশুর মরহুম শামসুল আলম চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন। তিনি বর্তমান মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

উল্লেখ্য মাদারীপুর-১ (শিবচর)আসনে ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন ঘোষণা করে তার একদিন পরেই স্থগিত করে দেয়। পরিশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দিয়ে নারী নেতৃত্বকেই এগিয়ে দিলো বিএনপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X