

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুইটি ভারতীয় অবৈধ গরু আটক করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু দুটি আটক করে।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবির অন্তর্ভুক্ত জেলার উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ তুহিন আলীর নেতৃত্বে একটি টহল দলটি সীমান্ত পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন।
এ সময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা দুটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
