রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরেই কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
expand
সেপ্টেম্বরেই কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড়

দেশের উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই নেমে এসেছে ঘন কুয়াশা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকে। ফলে শহর থেকে গ্রাম—সব জায়গায় পথঘাট, মাঠ-ঘাট ও আশপাশের পরিবেশ হয়ে ওঠে ঘোলাটে ও অস্পষ্ট।

স্থানীয়দের অনেকে জানান, শীত মৌসুমের মতো দৃশ্যমানতা কমে যাওয়ায় কয়েক হাত দূরেও কিছু বোঝা যাচ্ছিল না। রাস্তায় চলাচলকারী যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। অনেকে ভেবেছিলেন, আগেভাগেই শীত নেমে এসেছে। তবে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরমই অনুভূত হচ্ছিল। সূর্যের আলো ফিরে আসার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পঞ্চগড়ের কয়েকজন বাসিন্দা জানান, সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা তারা আগে দেখেননি। সাধারণত নভেম্বরের পর এমন ঘন কুয়াশা নেমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ু দুর্বল হয়ে যাওয়ার কারণেই এ ধরনের কুয়াশা সৃষ্টি হয়েছে। তবে এটি স্থায়ী নয়—সকালের মধ্যেই কেটে যাবে। তার মতে, এক অর্থে এটি শীত আসার প্রাথমিক সংকেত হতে পারে।

তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বনিম্ন ২৪ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন