

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, পথসভা ও সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
ঘটনার জেরে সদ্য ঘোষিত কমিটির চারজন পদধারী নেতা তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার গভীর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে দেশের ১০টি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
এর মধ্যে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের জন্য খালিদ বিন পার্থিবকে সভাপতি এবং রিয়ামুল ইসলাম রিয়ামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
তবে সেই তালিকায় ছাত্রলীগের নিষিদ্ধ কর্মী ইমরান খানকে সহসভাপতি এবং তারেক মণ্ডলকে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করার অভিযোগে সংগঠনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর রাতেই অসন্তুষ্ট নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।
উপজেলা ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান শাওন ও ইব্রাহিম হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পদবঞ্চিতরা অভিযোগ করেন, দলের আদর্শের সঙ্গে বেমানান ব্যক্তিদের সুযোগ দেওয়া হয়েছে, যা ছাত্রদলের ভাবমূর্তির পরিপন্থী।
পরদিন বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতারা নতুন কমিটি বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির প্রস্তাবিত আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    