বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি। ছবি: সংগৃহীত
expand
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে চলন্ত একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরও তিন যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং আহত একজন চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও চালককে আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন