বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, ৬ জনের অর্থদণ্ড

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
জাটকা মাছ
expand
জাটকা মাছ

নোয়াখালী সদরে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুটি পিকআপ ভ্যানে করে জাটকা পরিবহনকালে ২৫০০ কেজি ইলিশসহ ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ (২৯) মো.আকবর হোসেন সবুজ (৩৪) মো.সালাউদ্দিন (৩৫) মো.নুরুল হুদা (৩৫) মো.জাবেদ হোসেন (৩০)।

​বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​জেলা ডিবি পুলিশের ওসি মো. আশরাফ উদ্দিন জানান, আটককৃতরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। জব্দকৃত ২৫০০ কেজি জাটকা পরবর্তীতে স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X