

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার ১১ নং পোলের গোড়া নামক স্থানের ফার্নিচার দোকানের কর্মচারী রাব্বির (১৩) সন্ধান চায় পরিবার। এই বিষয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং - ৭১৭) করেছে তার পরিবার।
জানা যায়, গত ৪ নভেম্বর ১১ নং পোলের গোড়া নামক স্থানের আল আজুবা ফার্নিচার দোকান কাজ করার সময় দোকানের সিরিজ পেপার শেষ হয়ে যাওয়ার কারণে দোকান মালিক রাব্বিকে সিরিজ পেপার কিনতে পাঠায় এরপর থেকে রাব্বির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
রাব্বি চাঁদপুর জেলার মতলব উপজেলার উত্তর উপাদি ইউনিয়নের লেজাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
রাব্বির বাবা জাহাঙ্গীর আলম ছেলে হারানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি চাটখিলের ১১ নাম্বারে একটি ফার্নিচার দোকানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করি। সে পড়ালেখা ছেড়ে দেওয়াই এখানে আমার পাশে একটি ফার্নিচার দোকানে রংমিস্ত্রি সহকারী হিসেবে কাজে দেই।
গত চার নভেম্বর দোকানের জন্য সিরিজ কাগজ কিনতে গিয়ে আর ফেরত আসে নাই আমি প্রথমে মনে করেছি আমার ছেলে আমাদের বাড়ি অথবা কোন আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে কিন্তু সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে আমার ছেলের কোন খোঁজ পাইনি। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার ছেলেকে খুঁজে দিতে সহযোগিতা করুন।
মন্তব্য করুন
