বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসার আগে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
তারেক রহমান
expand
তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। আসার আগে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, ১৬ ডিসেম্বর যেমন মহান বিজয় দিবস, তেমনি দীর্ঘ প্রায় ১৭–১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর তিনি এবার দেশে ফিরতে যাচ্ছেন। তবে এই বিদায়কে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনসমাগম যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলেন তিনি।

তিনি স্পষ্টভাবে জানান, ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার দিন কেউ যেন বিমানবন্দরে উপস্থিত না হন। বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে, যা বাংলাদেশ ও দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তারেক রহমান আরও বলেন, যারা তার এই অনুরোধ সম্মান করবেন, তিনি তাদের দল ও দেশের স্বার্থে দায়িত্বশীল বলেই বিবেচনা করবেন। আর নিষেধাজ্ঞা অমান্য করে কেউ গেলে সেটিকে তিনি ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করতে বাধ্য হবেন।

বিজয় দিবসের আলোচনায় তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে যারা দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা এখনও সক্রিয় রয়েছে। তাই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, জনগণকে স্বপ্ন দেখিয়ে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। বিএনপি কেবল স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে ঐক্য বজায় রাখতে পারলে দল তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা বিএনপির প্রধান দায়িত্ব।

তারেক রহমান বলেন, তিনি আবেগ বা কল্পনার জগতে নেই, বরং সুপরিকল্পিত কর্মসূচির মধ্যেই আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অতীতেও দেশকে সংকট থেকে বের করে এনেছে এমন বিশ্বাস থেকে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতেও জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারবে।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য পরিবারসহ যুক্তরাজ্যে যান এবং দীর্ঘদিন ধরে সেখানেই অবস্থান করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X