রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
শ্রমিক কল্যাণ ফেডারেশন
expand
শ্রমিক কল্যাণ ফেডারেশন

গাজীপুর মহানগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) নগরীর বাইপাস সড়কে সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত চলে এই সমাবেশ।

সমাবেশে শ্রমিক অধিকার, কল্যাণ রাষ্ট্র গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শ্রমিক নেতা মু. হোসেন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন উর রশিদ খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির অধ্যাপক জামাল উদ্দিন। তিনি শ্রমিকদের মানউন্নয়ন নিয়ে বলেন শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা আল্লাহর বন্ধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি ও বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন। সমাবেশে বিভিন্ন থানার নেতৃবৃন্দ ও শিল্পকারখানার বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X