

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট অনুষ্ঠিত হলেই অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ বৈধতা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।
শনিবার (২২ নভেম্বর) নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস জনগণ। জনগণের সরাসরি মতামত নিশ্চিত করার একমাত্র উপায় গণভোট, আর সেই গণভোটের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হবে। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাজনৈতিক প্রক্রিয়াকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। তিনি সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ এবং পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ। জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা নিয়মিতভাবে সাংবাদিকদের সঙ্গে আরও উন্মুক্ত আলোচনা আয়োজনের আশা ব্যক্ত করেন।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ প্রার্থী উপস্থিত ছিলেন। নেত্রকোণা-১: মাওলানা আবুল হাসেম, নেত্রকোণা-২: অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোণা-৩: অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, নেত্রকোণা-৪: আল হেলাল তালুকদার, নেত্রকোণা-৫: অধ্যাপক মাছুম মোস্তফা সভায় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মন্তব্য করুন