

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষকদের হাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে বস্তায় আদা চাষে। অল্প জায়গায় কম খরচে বেশি ফলনের এই পদ্ধতি এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
স্থানীয় কৃষকরা জানান, আগে আদা চাষের জন্য জমি প্রস্তুত করতে অনেক খরচ ও পরিশ্রম লাগত। এখন বাড়ির আঙিনা, ছাদের কোনা কিংবা উঠানের ফাঁকা জায়গা ব্যবহার করেই বস্তায় আদা চাষ করা সম্ভব হচ্ছে। এতে পানি সাশ্রয় হচ্ছে, আগাছা কম জন্মে এবং রোগবালাইও তুলনামূলকভাবে কম হয়।
ভোলাহাটের দলদলী গ্রামের আলমাস আলী বলেন, “আমি পরীক্ষামূলকভাবে ৫০টি বস্তায় আদা লাগিয়েছিলাম। প্রতি বস্তায় গড়ে দেড় থেকে দুই কেজি পর্যন্ত ফলন পেয়েছি। এতে আমার খরচও কম, লাভও ভালো।”
ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, “বস্তায় আদা চাষ এখন জনপ্রিয় হয়ে উঠছে। এটি একটি টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি। কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে যাতে তারা সহজেই ঘরে বসে এ চাষ পদ্ধতি গ্রহণ করতে পারেন।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ভোলাহাট উপজেলায় প্রায় ৪০ জন কৃষক বস্তায় আদা চাষ করছেন। তাদের মধ্যে অনেকেই ফলন দেখে আগামী মৌসুমে চাষের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন।
কৃষকরা বলছেন, যদি সরকার থেকে সহজ শর্তে বীজ ও সার সরবরাহ করা যায়, তবে বস্তায় আদা চাষ চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
মন্তব্য করুন