শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে
expand
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর মৃত রবিউল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার ( ৫ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে পতাকা বৈঠক শেষে তার মরদেহ ফেরত দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। বিজিবির অধিনায়ক বলেন, রাতে জোহরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর রবিউলের মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, মৃত রবিউল ইসলাম মৃগী রোগি ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়। এরপর হঠাৎ খিচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। দুই দফা পতাকা বৈঠকের এমন দাবি করে বিএসএফ।

এর আগে শনিবার রাতে তীব্র শীত উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করে বারতে যায় রবিউল। রোববার ভোরে বিএসএফের হাতে আটক হন তিনি। এরপর বিএসএফের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হলে তাকে নেয়া হয় ভারতের একটি হাসপাতালে সেখানেই মারা যান রবিউল ইসলাম। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ ফেরত দেয়া বিএসএফ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X