

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চাঁদা আদায় ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা সাব্বির হোসেনের বিরুদ্ধে।
তিনি শিদলাই আমির হোসেন-জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিত।
৮ ডিসেম্বর সন্ধ্যায় রংমিস্ত্রি কামরুল হাসান ও তার সহযোগী রুবেল ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে সাব্বিরসহ নয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শিদলাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনও রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শিদলাই বাজার থেকে রুবেল ৭০০ টাকায় একটি হাঁস কেনেন। পরে “খাজনা”র কথা বলে ৩০০ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। রুবেলকে বাঁচাতে এলে কামরুলকেও পিটিয়ে আহত করা হয় এবং তার কাছে থাকা ৬০ হাজার টাকা ও পাসপোর্ট নিয়ে নেওয়া হয়।
একজন স্থানীয় ব্যক্তি বলেন, সাব্বির নিয়মিত বাজার থেকে টাকা তোলেন এবং এলাকার মানুষ তার আচরণে ক্ষুব্ধ।
রংমিস্ত্রি কামরুল হাসান বলেন, “জীবিকা নির্বাহের জন্য আমি রংয়ের কাজ করি। বাজারে প্রায়ই খাজনার নামে টাকা তোলে। সোমবার ঘটনাস্থলে গিয়ে আমিও হামলার শিকার হই। আমার টাকা আর পাসপোর্ট নিয়ে গেছে। তাই থানায় অভিযোগ করেছি।”
রুবেল বলেন, “হাঁস কেনার পর ৩০০ টাকা দাবি করে সাব্বির। টাকা না দিলে বাজারের মাঝেই আমাকে মারধর করে। আমাকে বাঁচাতে গেলে কামরুল ভাইকেও মারধর করা হয়। পরে থানায় অভিযোগ দিই।”
এ বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন দাবি করেন, “আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চলছে। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে চায়। সত্য জানতে হলে এলাকায় গিয়ে খোঁজ নিলেই বুঝবেন।”
ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, “দুটি অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করতে বুধবার সরেজমিন তদন্ত করা হবে। তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
মন্তব্য করুন

