

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের নলডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধ ও সম্পত্তির লোভের জেরে পাঁচ বছরের এক শিশুকে হত্যার চেষ্টা করার অভিযোগে জেমি খাতুন (১৯) নামে এক ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) খাজুরা ইউনিয়নের সাধনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, চার মাস আগে প্রেমের সম্পর্কের পর শিশুটির বড় ভাইয়ের সঙ্গে বিয়ে হয় জেমি খাতুনের। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে, বিশেষ করে ভাসুর বধূর সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল। পাশাপাশি শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি তার লোভ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মা আত্রাই যাওয়ার আগে জেমিকে অনুরোধ করেন বাচ্চাটির খেয়াল রাখতে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জেমি। মা বাড়ি ছাড়ার পর ঘরে থাকা ধারালো ব্লেড দিয়ে শিশুটির গলা ও গালে একাধিক আঘাত করে তাকে হত্যার চেষ্টা চালায়।
রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার করলে নিজের অপকর্ম আড়াল করতে জেমি ঘরে থাকা বটি দিয়ে নিজ হাতে-পায়ে আঘাত করে নাটক সাজায়। পরে চিৎকার করে জানায়, মুখোশধারী দু’জন লোক ঘরে ঢুকে তার দেবরকে জখম করেছে এবং তাকেও আঘাত করতে চেয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার বর্ণনায় অসংগতি খুঁজে পায়। পরে জিজ্ঞাসাবাদে জেমি হত্যার চেষ্টার বিষয়টি স্বীকার করে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় দ্রুত তদন্তে ঘটনার রহস্য উন্মোচন করে নলডাঙ্গা থানা পুলিশ। রক্তাক্ত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেফতারকৃত জেমি খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন