শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে: নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু
expand
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় গত দুই দশক ধরে আপোষহীন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া মানুষের চিন্তা-চেতনায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন।

বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপি সদস্য শহিদুল্লাহ সোহেল , নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ বিএনপির নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X