সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবিতে নাটোরে বিক্ষোভ
expand
বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবিতে নাটোরে বিক্ষোভ

নাটোরে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং বাউলদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ।

আজ বৃহস্পতিবার বাদ আসর নাটোরের সবস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা হেফাজতে ইসলাম সেক্রেটারী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আহম্মেদ পরিষদ নাটোর জেলা সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, যুব আন্দোলন নাটোর জেলা সভাপতি হাফেজ মাওলানা হুজাইফা, জাতীয় ওলামা মাশায়েখ নাটোর সদর সাধারণ সম্পাদক মুফতি শাহ নূরুল্লাহ কায়েমী প্রমূখ।

বক্তারা বলেন, এই আবুল সরকার যে ইসলাম বিরোধী এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তাকে শুধু জেলখানা আটকে রাখে নয় তার কঠোর শাস্তি দাবি জানান। এই আবুল সরকারের পক্ষে যদি শহরে কোন মিছিল মিটিং হয় তাদেরও শাস্তির দাবি জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X