

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী (৪২) নামে এক মুদী দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গতকাল (০৫জানুয়ারি) সোমবার রাতে উপজেলার চরসিন্দুর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি সন্ধ্যা পর্যন্ত চরসিন্দুর বাজারে নিজের মুদী দোকান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে বাজারের পাশে ভাড়া বাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। তবে সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মারা যান।
ঘটনার পর চরসিন্দুর বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুতই রহস্যের জট খুলবে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিবপুরের সাধারচর ছাড়াও চরসিন্দুর বাজার, নরসিংদী শহর এবং জেলার ভেতরে তার আরো দুটি বাসা রয়েছে। এসব ঠিকানা ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়গুলোও খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মন্তব্য করুন
