বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেপ্তার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেপ্তার
expand
ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রায়পুরা থানার একটি মামলায় মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X