রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে জাল টাকা সহ দুই প্রতারক আটক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
expand
দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

নরসিংদী সদর উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা সহ দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

আটক ব্যক্তিরা হলেন—নরসিংদী পৌরশহরের উত্তর সাটিরপাড়া এলাকার মো. কারিম হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন এবং একই এলাকার সোহেল রানার স্ত্রী সুমাইয়া আক্তার ওরফে সোনিয়া (৩০)। তাদের কাছ থেকে মোট ৫৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল উত্তর সাটিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চুয়ান্ন হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জাল টাকা উৎপাদন ও সরবরাহকারী যেকোনো চক্রের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X