

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একটি সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন শিবপুরের গড়বাড়ী গ্রামের হাসিম উদ্দিন (৪৪)।
কিন্তু সেই স্বপ্নই ঘোর দুঃস্বপ্নে পরিবর্তিত হলো সৌদি পুলিশের ভুলবশত ছোড়া গুলিতে প্রাণ হারালেন তিনি।
গত ২৪ নভেম্বর সকালে জেদ্দার সাবিহায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাসিম উদ্দিন দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবার রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দেশে রিকশা চালিয়ে কোনোমতে চলে যেত তাঁর সংসার। অভাব–অনটন ঘোচাতে দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। অবশেষে চলতি বছরের ২২ জুন সৌদি আরবের আল তেজারত কোম্পানির অধীনে জেদ্দার সাবিহায় সিটি ক্লিনারের কাজে যোগ দেন। প্রতিদিনের মতো নিয়মিতভাবে কাজ করছিলেন তিনি। সর্বশেষ ২৩ নভেম্বর রাতে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।
পরদিন ২৪ নভেম্বর সকালে নির্ধারিত কাজ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। তাঁর সহকর্মীদের বরাতে জানা যায়, হাসিম উদ্দিনের থেকে কিছু দূরেই এক চোরকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় পুলিশ। এ সময় ভুলবশত ছোড়া একটি গুলি তাঁর পিঠে লাগে এবং পেট দিয়ে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাঁকে আর বাঁচানো যায়নি।
হাসিম উদ্দিনের স্ত্রী তাছলিমা বেগম দুঃখভারাক্রান্ত কণ্ঠে বলেন, “২৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে জানতে পারি আমার স্বামী পুলিশের গুলিতে মারা গেছেন। সহকর্মী আলতাফ ফোন করে সব ঘটনাই জানায়।”
নিহতের মেয়ে স্মৃতি আক্তার জানান, তাঁর বাবার লাশ দেশে আনার জন্য নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুত লা*শ দেশে ফেরত পেতে সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে পরিবারটি।
স্বপ্ন পূরণের দেশেই ভুলবশত ছোড়া গুলিতে শেষ হলো হাসিম উদ্দিনের জীবন—শোকের ছায়ায় ডুবে আছে পুরো পরিবার ও স্থানীয় গ্রামবাসী।
মন্তব্য করুন
